• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
নুরের সুস্থতা চেয়ে ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল রাবিতে আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের উদ্বোধন মানবতার ছোঁয়ায় সবুজের আবাস! ধর্ষকের বিচারের দাবিতে রাজশাহীতে শিবিরের মানববন্ধন সাবেক রাজশাহী ডিবি এডিসি ড. রুহুল আমীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কার্যকর ব্যবস্থা অনিশ্চিত ঢাকায় সংঘর্ষ: পুলিশের তিন মামলায় গয়েশ্বরসহ আসামি ৫০০ ৬ দিন ধরে লাপাত্তা বিএনপির সেই চাঁদ, হন্যে হয়ে খুঁজছে পুলিশ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবি রাবি কর্মকর্তা কর্মচারী পরিষদের রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের শাস্তির দাবি রাবি কর্মকর্তা কর্মচারী পরিষদের

রাবি প্রতিনিধি:
Update : বুধবার, ২৪ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আওয়ামী কর্মকর্তা কর্মচারী পরিষদ। বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় বিশ^বিদ্যালয়ের প্যারিস রোডে সংগঠনটি আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে রাবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক রাব্বেল হোসেন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হামলায় বঙ্গবন্ধুর ও তার পরিবারকে হত্যার পর স্বাধীনতা বিরোধী শক্তি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হন।

তিনি আরও বলেন, গত ১৯ মে রাজশাহী বিএনপি জেলার আহ্বায়ক আবু সাইদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। বাংলার মানুষকে পাকিস্তানি ধ্যান-ধারণায় নিয়ে যেতে এবং উন্নয়নে বাঁধা দিতে এই হুমকি দেওয়া হয়েছে। এই ধরনের হুমকি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এর আগে ২০০৪ সালেও প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করে বিএনপি। আমরা অতিদ্রুত আবু সাইদ চাঁদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

কর্মসূচিতে রাবি আওয়ামী কর্মকর্তা ও কর্মচারী পরিষদের সভাপতি শহীদ মিশফাক আলী টুটুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাধীনতার বিপক্ষের শক্তি বিএনপি জামাতকে ২১ বার হত্যার পরিকল্পনা করে। সেটার পুনরাব্যক্তি করতে চেয়েছেন আবু সাইদ চাঁদ। দেশ যখন মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এক শ্রেণির ব্যক্তিবর্গ তাতে বাঁধা দিতে চাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার হুমকি দেওয়া আবু সাইদ চাঁদের বক্তব্যে তীব্র নিন্দা জানাই। তাকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের আওয়ামী কর্মকর্তা ও কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক রানাউল করিম রানা সঞ্চালনায় বিশ^বিদ্যালয়ের আওয়ামীপন্থী শতাধিক কর্মকর্র্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category